The news is by your side.

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও শ্রদ্ধা

0 175

পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে পদ্মা সেতু দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল  হামিদ।

আজ শুক্রবার বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভ্যর্থনা জানান। পরে রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করেন। রাষ্ট্রপতি পরিবারের সদস্যদের সঙ্গেও জাতির পিতার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

দুপুর ২টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতির গাড়িবহর প্রথমবারের মত পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজা অতিক্রম করে। পদ্মা সেতু দক্ষিণ প্রান্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার সকালে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৌনে ৮টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজা অতিক্রম করে প্রধানমন্ত্রীর গাড়িবহর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর যাত্রাকালে পদ্মা সেতু এলাকা ও বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল।

Leave A Reply

Your email address will not be published.