The news is by your side.

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেলেন কঙ্গনা রানাওয়াত

0 126

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের টুইটার অ্যাকাউন্টটি সচল করেছে টুইটার কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ২০২১ সালের মে মাসে কঙ্গনার টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ ২০ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হাজির হয়েছেন ‘কুইন’ তারকা।

সম্প্রতি নিজের আসন্ন চলচ্চিত্র ‘এমার্জেন্সি’র শ্যুটিং শেষ করেছেন কঙ্গনা। এর পরপরই পেলেন সুখবর। উল্লেখ্য যে, কঙ্গনা রানাওয়াতের নিজস্ব টিম তার অ্যাকাউন্টটি দেখাশোনা করে। মঙ্গলবার তার একাউন্ট থেকে বার্তা দেওয়া হয়- “হ্যালো, সবাইকে! এখানে ফিরে আসতে পেরে ভালো লাগছে।”

মনিকর্নিকা ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘এমার্জেন্সি’ সিনেমার ‘পর্দার আড়ালের গল্প’ (বিহাইন্ড দ্য সিন) নিয়ে ভিডিও শেয়ার করেছেন কঙ্গনা। সেই সাথে লিখেছেন, “অ্যান্ড ইটস আ র‍্যাপ! ‘এমার্জেন্সি’ সিনেমার শ্যুটিং সফলভাবে শেষ হলো… ২০ অক্টোবর সিনেমা হলে দেখা হচ্ছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে একাধিকবার নেটিজেনদের এবং অন্য তারকাদেরও রোষের মুখে পড়েছেন কঙ্গনা। ২০২১ সালে টুইটারের নিয়ম ভঙ্গ করায় তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়।

কঙ্গনার অ্যাকাউন্ট সরিয়ে ফেলার পর টুইটারের এক মুখপাত্র বলেন, ‘আমরা বারবার জানিয়েছি, টুইটারে কোনো আচরণের মাধ্যমে অফলাইনে বিশৃঙ্খলার সম্ভাবনা তৈরি করা হলে আমরা কঠোর পদক্ষেপ নেব। বারবার টুইটারের নিয়ম ভঙ্গ করায়- বিশেষ করে হেটফুল কনডাক্ট (ঘৃণা ছড়ানো) পলিসি ও অ্যাবিউসিভ বিহেভিয়ার (খারাপ ব্যবহার) পলিসি না মানার জন্য এই অ্যাকাউন্টটি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করতে চাই যে টুইটারের সকল ব্যবহারকারীদের জন্য একই নিয়ম মেনে চলি আমরা।’

পরবর্তীতে ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর কঙ্গনার ভক্তরা অভিনেত্রীর অ্যাকাউন্টটি ফিরিয়ে দেওয়ার অনুরোধ করে বেশকিছু পোস্ট দিয়েছেন।

কঙ্গনা রানাওয়াতের আসন্ন চলচ্চিত্র ‘এমার্জেন্সি’তে তিনি প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটির পরিচালকও কঙ্গনা নিজেই। কয়েকদিন আগেই অভিনেত্রী জানিয়েছেন, এই সিনেমা বানাতে গিয়ে তাকে নিজের বাড়িঘর বন্ধক দিতে হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.