The news is by your side.

টুইটারে ব্লু টিক ফিরে আসায় নিজেকে আবার প্রিয়াঙ্কা মনে হচ্ছে!

0 99

টুইটারের নতুন নিয়ম অনুযায়ী বেশ বিপাকে পড়েছেন এর ব্যবহারকারীরা। বিশেষ করে ইলন মাস্কের নতুন নিয়ম অনুযায়ী তারকারা আর নিজের ভেরিফায়েড প্রোফাইলে বিনামূল্যে ব্লু টিক ব্যবহার করতে পারছেন না।

২০ এপ্রিল থেকে টুইটারের এই নিয়ম কার্যকর হওয়ার পর থেকে বলিউডের অমিতাভ বচ্চন থেকে শহিদ কাপুর- নিজেদের ভেরিফায়েড প্রোফাইল থেকে ব্লু টিক উড়ে যাওয়ায় কখনও মজায় মেতেছেন, আবার কখনও দুশ্চিন্তায় পড়েছেন।

ওই তালিকায় ছিল প্রিয়াঙ্কা চোপড়ার নামও। তবে প্রোফাইল থেকে ব্লু টিক উড়ে যাওয়ায় বাকিদের মতো দুশ্চিন্তায় পড়েননি পিগি চপস। বরং ব্লু টিক উড়ে যাওয়ার পর আবার নিজে থেকেই ফিরে আসায় অবাক হয়েছেন এই অভিনেত্রী।

স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, ‘নিজেকে আবার প্রিয়াঙ্কা মনে হচ্ছে’।

প্রিয়াঙ্কার পাশাপাশি শাহরুখ খান, সালমন খান এবং অমিতাভ বচ্চনেরও প্রোফাইলে ব্লু টিক ফিরে এসেছে। যে প্রোফাইলগুলোতে ফলোয়ারের সংখ্যা ১০ লাখের বেশি সেগুলোতেই ব্লু টিক ফিরিয়ে আনা হবে বলে ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক।

আর্থিক মূল্যের বিনিময়ে নিজের প্রোফাইলে ব্লু টিক চিহ্ন পেতে অনেকেই রাজি নন। সেক্ষেত্রে সেই প্রোফাইলগুলোতে আপাতত ফিরছে না ব্লু টিক।

 

 

Leave A Reply

Your email address will not be published.