The news is by your side.

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং:  সাকিব-নাসুমের লাফ, লিটনের উন্নতি

0 158

 

ওয়ানডে সিরিজ হারলেও দাপটের সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। পুরো সিরিজ জুড়েই দুর্দান্ত খেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা। যার পুরস্কারস্বরুপ এবার র‍্যাঙ্কিংয়েও সুখবর পেলেন সাকিব- নাসুম-লিটনরা।

বুধবার আইসিসির র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। তাতে দেখা যাচ্ছে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়েছেন সাকিব। নাসুম দিয়েছেন বড় লাফ। তিনি এগিয়েছেন ১৭ ধাপ।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪ উইকেট নিয়ে অবদান রাখেন সাকিব। তাতে তার রেটিং পয়েন্ট বেড়েছে ৩২। ৬১৬ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদির সঙ্গে ১৬তে অবস্থান করছেন তিনি।

দুই ম্যাচের সিরিজে কেবল এক উইকেট পেলেও রান আটকে রাখার কাজ করেন নাসুম। ৫০ নম্বর থেকে তিনি উঠেছেন ৩৩ নম্বরে।

পেসার তাসকিন আহমেদ দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে ৩৫ থেকে উঠে এসেছেন ৩২ নম্বরে।

এদিকে, ব্যাটারদের মধ্যে এগিয়েছে ওপেনার লিটন দাস। দুই ধাপ এগিয়ে ২১ থেকে ১৯ এ উঠে এসেছে লিটন। তবে লিটন এগিয়ে গেলেও কিছুটা পিছিয়ে পড়েছেন আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। ১৯ থেকে র‌্যাঙ্কিয়ের ২১ এ নেমে গেছেন এই ডানহাতি ব্যাটার।

টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন সূর্যকুমার যাদবই। সেরা দশে আর কোনো পরিবর্তন নেই। বোলারদের মধ্যে শীর্ষে রশিদ খান। আর অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরেই আছেন সাকিব। দুই নম্বরে থাকা ভারতের হার্দিক পান্ডিয়ার সঙ্গে তার ব্যবধান ৩৮ পয়েন্ট।

Leave A Reply

Your email address will not be published.