বিশ্বসেরা অলরাউন্ডার । সাকিব আল হাসানের জন্য এ বিশেষণ এখন আর যথেষ্ট নয়। ব্যাটিং, বোলিং এবং ক্যাপটেন্সি; সব মিলিয়ে আধুনিক ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি, বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান।
সমসাময়িক ক্রিকেট বোদ্ধা এবং দর্শকদের কাছে সাকিব মানেই- আইকন। কথায় নয়, প্রায় প্রতি ম্যাচেই কাজে তার প্রমাণ দিচ্ছেন।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ইতিহাসের সর্বাধিক উইকেট এখন শাকিবের ঝুলিতে।
ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের ঘাম ঝরাচ্ছেন নিয়মিত। আর সাকিবের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশংসায় ভাসছে গোটা ক্রিকেট বিশ্ব।
সুনীল গাভাস্কার, রাবি শাস্ত্রী থেকে শুরু করে ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন রমেশ টেন্ডুলকার- সবাই এক বাক্যে বলছেন, বর্তমান বিশ্বে সেরা অধিনায়ক সাকিব আল হাসান।
ম্যাচের কন্ডিশন বুঝে কখন কাকে ব্যাটিংয়ে নামাবেন, কাকে কখন বোলিং করাবেন সাকিবের চেয়ে কেউ ভালো বোঝেন না।
অন্যভাবে বললে- ম্যাচিউরড এবং ম্যাচ উইনার ক্যাপ্টেন সাকিব আল হাসান।
লাসিথ মালিঙ্গাকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা বছর দুই আগেই করেছিলেন সাকিব আল হাসান। পরে তাকে টপকে শীর্ষে উঠে আসেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। তবে ফের শীর্ষস্থান দখল করেছেন সাকিব। আয়ারল্যান্ডের বিপক্ষে ফাইফার তুলেই শীর্ষে ওঠেন এ অলরাউন্ডার।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফাইফারের স্বাদ নেন সাকিব। ৪ ওভার বল করে মাত্র ২২ রানের খরচায় পাঁচ উইকেট নেন তিনি। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট সংখ্যা হলো ১৩৬টি। খেলতে হয়েছে ১১৪টি ম্যাচ।
এদিন মাঠে নামার আগে সাউদির চেয়ে তিন উইকেট পেছনে ছিলেন সাকিব। এদিনের পাঁচ উইকেটে তার চেয়ে দুটি এগিয়ে গেলেন তিনি। ১০৭ ম্যাচে ১৩৪টি উইকেট সাউদির। তৃতীয় স্থানে রয়েছে আফগান লেগ স্পিনার রশিদ খান। ৮০ ম্যাচে তার শিকার ১২৯টি উইকেট।
এদিন বল হাতে নিয়ে প্রথম বলেই আইরিশ উইকেটরক্ষক-ব্যাটার লরকান টাকারকে আউট করেন সাকিব। স্কয়ার লেগে রনি তালুকদারের ক্যাচে পরিণত করেন তাকে। পরের ওভারে ফিরে দেন জোড়া ধাক্কা। প্রথম বলে রস অ্যাডাইরকে বোল্ড করে দেন। সে ওভারের শেষ বলে গ্যারেথ ডিলেনিকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন।
নিজের তৃতীয় ওভারে বল করতে এসেও জোড়া শিকার করেন সাকিব। তৃতীয় বলে জর্জ ডকরেলকে ফেলে এলবিডাব্লিউর ফাঁদে। সে ওভারের শেষ বলে হ্যারি ট্যাকটরকে বোল্ড করে পূরণ করেন নিজের ফাইফার। দেশের ক্রিকেটারদের মধ্যে প্রথম ক্রিকেটার যিনি এ কীর্তি দুইবার করলেন। এর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানের বিনিময়ে উইকেট নিয়েছিলেন সাকিব। যা তার ক্যারিয়ার সেরা ফিগার।
সাকিবের ঘূর্ণিতে বেশ বড় বিপদেই পড়েছে আয়ারল্যান্ড। এমনিতেই লক্ষ্যটা বিশাল বড়। সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে তাদের। কিন্তু সে কাজটা আরও কঠিন করে দেন তিনি। দলীয় ৪৩ রানেই ৬ ব্যাটারকে হারিয়ে ধুঁকছে দলটি। এর আগে ব্যাট করতে নেমে ১৭ ওভারে নির্ধারিত ম্যাচে আইরিশদের ২০৩ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা।