The news is by your side.

টিভি পর্দায় আসছে নুসরাত ইমরোজ তিশার ‘বীরকন্যা প্রীতিলতা’

0 131

 

অভিনয় জীবনের দৈর্ঘ্য বড় হলেও সিনেমার সংখ্যা কমই। রূপালি ভুবনের চেয়ে বরাবরই নিজেকে ছোট পর্দায় বেশি সচল রেখেছেন নুসরাত ইমরোজ তিশা । তিশার সিনে-খরার মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে আসে ‘বীরকন্যা প্রীতিলতা’।

সরকারি অনুদানে নির্মিত ছবিটির গল্প নেওয়া হয় কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ থেকে। এর নাম ভূমিকায় অভিনয় করেন তিশা। পরিচালনায় প্রদীপ ঘোষ।

প্রেক্ষাগৃহে মুক্তির দু’মাস পর এবার ছবিটি আসছে টিভি পর্দায়। আসন্ন রোজার ঈদে ঘরে বসেই দেখা যাবে তিশার নতুন এই ছবি।

ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে ছবিটি।

ছবিতে অভিনয় করে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন নুসরাত ইমরোজ তিশা। তার ভাষ্য ছিল, ‘এমন একটি চরিত্রে অভিনয় করতে পারা যেকোনও অভিনেত্রীর জন্য সম্মানের বিষয়। আমাকে যখন এই চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয় আমি দুইবার চিন্তা করিনি। বলেছিলাম, অবশ্যই আমি করবো। ইতিহাসনির্ভর যেকোনও কাজ করতে আমার ভালো লাগে। আর সেটি যদি নাম ভূমিকায় হলে তাহলে ভালো লাগা তো আরও বেড়ে যায়।’

ব্রিটিশবিরোধী আন্দোলনের মুক্তি সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের গল্পই আবর্তিত হয়েছে  ‘বীরকন্যা প্রীতিলতা’য়। এতে তিশার সঙ্গে রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে অভিনয় করছেন মনোজ প্রামাণিক এবং মাস্টারদা সূর্যসেন চরিত্রে আছেন কামরুজ্জামান তাপু। ২০১৯-২০ অর্থবছরে ছবিটি সরকারি অনুদান পেয়েছিল।

ঈদে তিশাকে চ্যানেল আইয়ের আরও একটি অনুষ্ঠানে দেখা যাবে। সেটির নাম ‘হোয়াট আ শো’। রাফসান সাবাব সঞ্চালিত এ অনুষ্ঠানে তার স্বামী, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও থাকছেন।

Leave A Reply

Your email address will not be published.