The news is by your side.

টানা সাতদিন ধরে এমনকি শাড়ি কি পরলেন সামান্থা ?

সামান্থার নতুন ছবি ‘শকুন্তলম’–এর ট্রেলার

0 138

‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’-এ ধরনের পোশাকে নাচতে গিয়ে বাহুতে চোট পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। ‘পদ্মাবত’ মুক্তির পরেই জানিয়েছিলেন, আপাতত আর পিরিয়ড ছবি করতে চান না। এবার দক্ষিণি তারকা সামান্থা রুথ প্রভুকে দেখা যাবে ‘শকুন্তলম’ ছবিতে। যে ছবির একটি দৃশ্যে অভিনয়ের জন্য ৩০ কেজি ওজনের শাড়ি পরতে হয় এ অভিনেত্রীকে।

গত মাসেই মুক্তি পেয়েছে সামান্থার নতুন ছবি ‘শকুন্তলম’–এর ট্রেলার। কালিদাসের নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি হয়েছে ‘শকুন্তলম’। গুণাশেখর পরিচালিত ছবিটি মুক্তি পাবে ১৭ ফেব্রুয়ারি। ছবিটির ট্রেলার, গান মুক্তির পর থেকেই শকুন্তলার লুকে প্রশংসা পাচ্ছেন সামান্থা।

ছবিটিতে দৃশ্যে ৩০ কেজি ওজনের শাড়ি পরতে হয়েছে অভিনেত্রীকে। এক দিন দুই দিন নয়, পাক্কা এক সপ্তাহ শাড়িটি পরতে হয়েছে সামান্থাকে। ছবিটির সঙ্গে যুক্ত বিভিন্ন সূত্র জানিয়েছে, এত ভারী পোশাক পরে পারফর্ম করা সামান্থার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল।

তবে কেবল শাড়ি নয়, চরিত্রের প্রয়োজনে সামান্থাকে পরতে হয়েছে ভারী গয়নাও। জানা গেছে, ছবিতে সামান্থার গয়নার পেছনেই খরচ হয়েছে ৩ কোটি রুপি।

ছবিতে প্রধান চরিত্র শকুন্তলার চরিত্রে অভিনয় করেছেন সামান্থা, মহারাজা দুষ্মন্তের চরিত্রে দেব মোহন। এ ছাড়া দেখা যাবে কবীর বেদি, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমীকে। এই ছবি দিয়েই অভিনয়ে অভিষেক হচ্ছে দক্ষিণি তারকা আল্লু অর্জুনের ৯ বছরের মেয়ে আল্লু অরহার। দুষ্মন্ত ও শকুন্তলার ছেলে ভরতের চরিত্রে দেখা যাবে তাঁকে।

তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি—পাঁচ ভাষায় মুক্তি পাবে ছবিটি।

 

 

Leave A Reply

Your email address will not be published.