The news is by your side.

টানা চতুর্থবার ফরাসি লিগের সেরা এমবাপ্পে

পিএসজির রেকর্ড ১১তম শিরোপা জয়

0 125

টানা চার মৌসুমে ফরাসি লিগ ওয়ানে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজিকে রেকর্ড ১১তম শিরোপা জয়ের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছেন এমবাপ্পে।

এবারের লিগে ২৮ গোল করেছেন ফরাসি এ তারকা স্ট্রাইকার। টানা পঞ্চমবারের মত সর্বোচ্চ গোলদাতা হিসেবে লিগ শেষ করার পথেই আছেন এমবাপ্পে। সব মিলিয়ে এবারের মৌসুমে ৪০ গোল করেছেন ফরাসি এ ফরোয়ার্ড।

পুরস্কার গ্রহণের পর এমবাপ্পে বলেছেন, এটা সত্যিই আনন্দের। আমি সবসময় জিততে চাই। লিগের ইতিহাসে আমার নাম লেখাতে চাই। কিন্তু সব কিছুই এতো দ্রুত জয়ের আশা করি না।

গত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে যাওয়া প্রায় নিশ্চিত থাকলেও শেষ পর্যন্ত তিন বছরের চুক্তিতে পিএসজিতে থাকার সিদ্ধান্ত নেন তিনি। ২০২৫ সাল পর্যন্ত এমবাপ্পে যদি খেলতে না চান, তবে চুক্তি শর্তানুযায়ী ২৪ বছর বয়সী এ তারকার সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর।

১৯৯৪ সালে প্রথমবারের মতো ফরাসি লিগে সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া শুরু হয়। প্রথম খেলোয়াড় হিসেবে চতুর্থবারের মতো এ পুরস্কার জয়ের কৃতিত্ব দেখালেন এমবাপ্পে। এর আগে পিএসজির হয়ে সর্বোচ্চ তিনবার সেরার পুরস্কার জয় করেছিলেন ইব্রাহিমোভিচ।

মৌসুমের সেরা কোচ মনোনীত হয়েছেন, লেন্সের ফ্রাঙ্ক হেইস। তার অধীনে লেন্স দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করতে করছে। দুই দশক পর চ্যাম্পিয়নস লিগেও ফিরেছে দলটি। এ দলের ব্রাইস সাম্বা হয়েছেন, সেরা গোলরক্ষক।

পিএসজির লেফট-ব্যাক নুনো মেনডেস জিতেছেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। এ ছাড়া পিএসজির চার খেলোয়াড় এমবাপ্পে, লিওনেল মেসি, আশরাফ হাকিমি ও নুনো মেনডেস মৌসুমের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.