The news is by your side.

টাকার প্রেমে যাঁরা পড়েন, তাঁদের ওপর থেকে আমার শ্রদ্ধা চলে যায়

0 246

 

তসলিমা নাসরিন

সুস্মিতা সেনের সঙ্গে আমার একবারই দেখা হয়েছিল। দেখা হয়েছিল অনেক বছর আগে, কলকাতা বিমান বন্দরে।   আমাকে জড়িয়ে ধরে তিনি বলেছিলেন ভালোবাসি। আমার চেয়েও দীর্ঘাঙ্গী খুব তো কেউ নেই এ অঞ্চলে, তাই তাঁর পাশে দাঁড়িয়ে নিজেকে হঠাৎ বেঁটে বলে বোধ হয়েছিল। তাঁর সৌন্দর্য  থেকে মুগ্ধতার চোখ সহজে  সরিয়ে নিতে  পারিনি।

আমার সবচেয়ে ভালো লাগতো সুস্মিতা সেনের ব্যক্তিত্ব।   অল্প বয়সেই দুটো মেয়েকে দত্তক নিয়েছেন। ভালো লাগতো তাঁর সততা, সাহসিকতা, সচেতনতা, স্বনির্ভরতা, ভালো লাগতো তাঁর দৃঢ়তা, ঋজুতা। কিন্তু নানা কিসিমের অপরাধে জড়িত অত্যন্ত অনাকর্ষণীয় এক লোকের সঙ্গে   সুস্মিতা এখন সময় কাটাচ্ছেন।  লোকটি প্রচণ্ড ধনী বলেই কি? তাহলে কি  টাকার কাছে বিক্রি হয়ে গেলেন তিনি?

হতে পারে তিনি প্রেমে পড়েছেন লোকটির। কিন্তু  বিশ্বাস হতে চায় না যে তিনি প্রেমে পড়েছেন।  টাকার প্রেমে যাঁরা পড়েন, তাঁদের ওপর থেকে,  আমার খুব দ্রুতই শ্রদ্ধা চলে যায়।

 

Leave A Reply

Your email address will not be published.