The news is by your side.

টস হেরে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে

0 146

বিশ্বকাপে নিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বুধবার ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপায়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অধিনায়ক প্যাট কামিন্স।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০২ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছেন দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে প্রোটিয়ারা।

ফাস্ট জেরাল্ড কোয়েটজির জায়গায় একাদশে সুযোগ পেয়েছে তাবরেজ শামসি।

অপরদিকে, ভারতের কাছে ৬ উইকেটে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছে না অজিরা। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে তারা। উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ও অলরাউন্ডার ক্যামেরুন গ্রিণ জায়গায় একাদশে সুযোগ পেয়েছে জশ ইঙ্গলিস ও মার্কাস স্টয়নিস।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক ,টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, তাবরেজ শামসি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লেবুশানে, জশ ইঙ্গলিস, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, অ্যাডাম জ্যাম্পা।

Leave A Reply

Your email address will not be published.