আফগানদের হারিয়ে ফাইনালে গেছে দক্ষিণ আফ্রিকা। এবার ফাইনালের অন্য প্রতিপক্ষের অপেক্ষা। গায়ানায় প্রভিডেন্স স্টেডিয়ামে আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত এই হাইভোল্টেজ ম্যাচে টসে হেরেছেন রোহিত শর্মা। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে থাকলেও এই ম্যাচের জন্য রাখা হয়নি। ফলে কোনো কারণে আজ ম্যাচের ফল না এলে সুপার এইটপর্বে পয়েন্টে এগিয়ে থাকায় ফাইনালে চলে যাবে ভারত।
চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অপ্রতিরোধ্য ভারতের মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অন্যদিকে ভারতের সামনে ১০ বছর পর বিশ্বকাপের ফাইনালে খেলার সুবর্ণ সুযোগ। ইংল্যান্ডকে হারিয়ে ২০১৪ সালের পর ফের ফাইনাল খেলতে মরিয়া টিম ইন্ডিয়া।
শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ভারত ও ইংল্যান্ড উভয় দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।