The news is by your side.

জয়া অভিনীত -কন্ঠ বাংলাদেশে মুক্তি পাবে ৮ নভেম্বর

0 717

 

 

 

৮ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাবে কন্ঠ।  স্টার মাল্টিপ্লেক্স, বলাকা, মধুমিতা-সহ বাংলাদেশের মোট ১২টি হলে আসবে ওই ছবি।

এ বছরের ১০ মে ভারতে মুক্তি পেয়েছিল কণ্ঠ। বক্স অফিসে ওই ছবির সাফল্য ছিল ধরাছোঁয়ার বাইরে। জয়ার সাবলীল অভিনয়, সুন্দর কনসেপ্ট মন ছুঁয়েছিল আট থেকে আশির। ক্যানসার মানেই যে ‘নো অ্যান্সার’ নয়- সেই বার্তাই দিয়েছিল ছবিটি।

আকরাম খান পরিচালিত, জয়া অভিনীত ‘খাঁচা’ আর শিবু-নন্দিতার কণ্ঠ সাফটা চুক্তির মাধ্যমেই ভারত-বাংলাদেশের এই আদানপ্রদান।

কী বললেন জয়া? ‘খাঁচা’র নায়িকার কথায়, “দু’দেশের সমস্ত নীতি মেনেই দু’টি ছবির এক্সচেঞ্জ হয়েছে। কণ্ঠ ছবির কোনও নির্দিষ্ট দেশ, কাল হয় না। কণ্ঠ ভীষণ সময়োপযোগী ছবি। যে কোনও দেশের মানুষকে নাড়া দিয়ে যাবে। এই প্রথম কলকাতায় করা আমার কোনও ছবি বাংলাদেশে মুক্তি পাবে। খুবই আনন্দিত আমি। বাংলাদেশের মানুষ কণ্ঠের মতো একটি অন্যরকম কনসেপ্টের ছবি দেখতে পাবেন, এটা ভেবেই আমার খুব ভাল লাগছে।”বাংলাদেশের মানুষজনও যে ‘কন্ঠ’-র মুক্তির আশায় দিন গুনছেন, সে কথাও জানান জয়া।

ছবির অন্যতম পরিচালক শিবপ্রসাদ বলেন, “এর থেকে আনন্দের খবর বোধহয় আর কিছু হয়না। বাণিজ্যিক ভাবে ভারতে রিলিজ করে কণ্ঠ সফল হয়েছিল। মাত্র ১১ দিনের মাথাতেই কণ্ঠের ঝুলিতে এসেছিল দু’কোটি টাকা। জয়া এই ছবিতে অভিনয় করেছেন। ও বাংলাদেশের। আমরা চেয়েছিলাম ওঁর দেশের মানুষের কাছে ছবিটা পৌঁছে দিতে। সেটা সম্ভব হয়েছে। এটাই প্রাপ্তি।”

আপাতত, হারানো ‘কন্ঠ’ ফিরে পাওয়ার  প্রতীক্ষায় পদ্মাপারের বাসিন্দারা, আর ‘খাঁচা’র জন্য দিন গুনছেন এপারের মানুষেরা।

 

 

Leave A Reply

Your email address will not be published.