The news is by your side.

জয়ার নতুন  সিনেমা – ‘জয়া আর শারমিন’

দুই নারীর সম্পর্কের উত্থান-পতনের গল্প

0 49

বিনোদন ডেস্ক

জয়া আহসান। গত বছরের শেষপ্রান্তে মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘নকশি কাঁথার জমিন’।

এরপর আর তাকে দেখা যায়নি। মাঝে ‘বাগান বিলাস’ নামে একটি মিউজিক ভিডিওতে দেখা দিয়েছিলেন এ অভিনেত্রী। এবার জানালেন, ১৬ মে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা – জয়া আর শারমিন। ‘দুই নারী, জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। এটি পাঁচ বছর আগেই নির্মাণ করে হলেও, অবশেষে চলতি মাসে এটি আলোর মুখ দেখতে চলেছে।

নির্মাতা পিপলু আর খান জানান, করোনা মহামারির সময়ে এর শুটিং শুরু হয়েছিল। মাত্র ১৫ দিনেই নির্মিত হয়েছে সিনেমাটি। গত ২৭ এপ্রিল প্রকাশ্যে আসে সিনেমাটির মোশন পোস্টার। তখনই সিনেমাটির মুক্তির বিষয়টি সামনে আনেন নির্মাতা, অবশেষে মুক্তির তারিখও নির্ধারণ করা হয়েছে।

সিনেমা প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘এটি দুজন নারীর অচেনা ভুবনের গল্প। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত, অনুক্ত, অব্যক্ত অনুভ‚তির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা সিনেমা, কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভ‚তিকে নাড়া দেবে।’

জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চ অভিনেত্রী মহসিনা আক্তার।

 

Leave A Reply

Your email address will not be published.