The news is by your side.

‘জ্বিন’ সিনেমা পাইরেসির অভিযোগ:  হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি

0 107

সিনেমা হল থেকে অবৈধভাবে জ্বিন চলচ্চিত্রটি ধারণ করে ‘টি ফর তাসনিয়া’ নামে একটি ফেসবুক পেজ থেকে পাইরেসি করা হয়েছে।

সিনেমাটির প্রযোজক সংস্থা জাজ মাল্টিমিডিয়ার জেনারেল ম্যানেজার মো. আবু বকর বৃহস্পতিবার এই জিডি করেন।

শুক্রবার হাতিরঝিল থানার ওসি আব্দুর রশীদ বলেন, জ্বিন সিনেমা পাইরেসির অভিযোগে বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাজ মাল্টিমিডিয়ার জেনারেল ম্যানেজার মো. আবু বকর। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

জিডিতে বলা হয়েছে, সিনেমা হল থেকে অবৈধভাবে জ্বিন চলচ্চিত্রটি ধারণ করে ‘টি ফর তাসনিয়া’ নামে একটি ফেসবুক পেজ থেকে পাইরেসি করা হয়েছে। চলচ্চিত্রটির ধারণকৃত ভিডিও বিভিন্ন খন্ডিত অংশের হাসি, তামাশা, উসকানিমূলক ও ব্যাঙ্গাত্মক শব্দ ব্যবহার করে কারও প্রচারণায় প্রণোদিত হয়ে গত ২৩ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টি ফর তাসনিয়া’ নামের ফেসবুক পেজে প্রকাশ করে অপপ্রচার চালায়।

চলচ্চিত্রটির ভিডিও পাইরেসি এবং কটাক্ষ উক্তি ফেসবুক পেজে প্রচার করায় জাজ মাল্টিমিডিয়া সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে ও জ্বিন চলচ্চিত্রটি বড় অংকের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে পারে বলে ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি করা হলো।

জ্বিন সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সজল ও পূজা চেরি। রাজধানীসহ দেশের বিভিন্ন হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। ভৌতিক সিনেমাটি নির্মাণ করেছেন নাদের চৌধুরী।

 

Leave A Reply

Your email address will not be published.