নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, বিএনপি-জামায়াত যে জ্বালাও-পোড়াও করছে তাতে আমি অবাক হয়ে গেছি। মহররমের দিনে তারা যে কর্মসূচি দিয়েছে, এই মহররমের মাসেই আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছিলেন। অসীম একটি দিন এটা। এই দিনে বিএনপি যে জ্বালাও-পোড়াও করেছে এটার বিচার আল্লাহই করবে।
আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের মাসদাইর কবরস্থানে বাবা-মা ও বড় ভাইয়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, ‘তারা আবারও যে পথে যাচ্ছে, জ্বালাও-পোড়াও যদি আবারও হয়, আমাদের ওপর আঘাত হলে আমরা পাল্টা আঘাত করব না। আল্লাহ দেখবেন। আমরা জনগণের কাছে বিচার দেব।
তিনি আরো বলেন, ‘জ্বালাও-পোড়াও শয়তানের কাজ। মানুষ শয়তানের ধোঁকায় পড়ে এসব কাজ করে। আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা কাজে দেবে না।’