The news is by your side.

জ্বরে কাবু রাজ্যকে একা সামালাচ্ছেন পরীমণি,  কিন্তু বাবা শরিফুল রাজ কোথায়?

0 117

 

সদ্য ১১ মাস পূর্ণ করল পরীমণি এবং রাজের ছেলে রাজ্য। ঘটা করে উদ্‌যাপনও করেছেন অভিনেত্রী। তার দু’দিন কাটতে না কাটতেই ছেলের অসুস্থতার খবর জানিয়েছেন নায়িকা। জ্বরে আক্রান্ত হয়েছে ১১ মাসের ছেলে। তা আবার ১০৩ ডিগ্রি জ্বর।

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামের পাতায় থার্মোমিটারের ছবিও দেন তিনি। খুবই চিন্তিত হয়ে পড়েছেন অভিনেত্রী। দিন কয়েক আগেও এক বার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল পরীমণির ছেলে রাজ্যকে। সেই সময় মালদ্বীপে ছুটি কাটাছিলেন রাজ্যের বাবা শরিফুল রাজ। তার পর দিন কয়েক কলকাতায় কাটিয়েছেন। সেই ছবি সমাজমাধ্যমের পাতায় নিজেই পোস্ট করেন অভিনেতা। এ বার এমন ধুম জ্বর একরত্তির, এখন কোথায় রয়েছেন রাজ?

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজ্ কলকাতা থেকে ইতিমধ্যেই বাংলাদেশে ফিরেছেন। তবে তিনি পরীর সঙ্গে নেই। ঢাকাতেও নেই। এই মুহূর্তে তিনি রয়েছেন ভান্ডারিয়াতে। বরারবই অভিনেতা বলে এসেছেন ঘোরাঘুরি করতে বেশ পছন্দ করেন তিনি। একা একাই নানা জায়গায় ঘুরে বেড়ান। তবে ভান্ডারিয়াতে তিনি শুধুই যে ঘুরতে গিয়েছেন এমনটা নয়। খুব শীঘ্রই নতুন কাজ শুরু করতে চলেছেন। তার প্রস্তুতি নিতে ক’দিন ঢাকার বাইরে রয়েছেন অভিনেতা। তবে নতুন কাজ নিয়ে এখনই কিছু বলতে নারাজ অভিনেতা।

কয়েক মাস আগের কথা। নায়কের ফেসবুক থেকে ছড়িয়ে পড়ে তিন নায়িকার গোপন ভিডিয়ো। তার পর থেকেই সমস্যার শুরু রাজ-পরীর সংসারে। স্বামীর কাছে চব্বিশ ঘণ্টার মধ্যে বিবাহবিচ্ছেদ চান পরীমণি। একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগও আনেন সেই সময়। যদিও বিচ্ছেদ প্রসঙ্গে কখনই কোনও মন্তব্য করেননি রাজ। বরং বার বার বলেছেন, তিনি নিজের জন্য সময় নিচ্ছেন।

Leave A Reply

Your email address will not be published.