The news is by your side.

জ্বরে কাতর সামান্থা,  ‘শকুন্তলম’-এর প্রচার বাতিল

0 132

১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে সামান্থা রুথ প্রভুর ছবি ‘শকুন্তলম’। প্রচার চলছে জমিয়ে। এবার প্রকাশ্য়ে এল নতুন তথ্য।

জানা যাচ্ছে ‘শকুন্তলম’-এর প্রচারে থাকতে পারছেন না সামান্থা। কারণটাও নিজেই ট্য়ুইট করে জানালেন অভিনেত্রী। তিনি জানালেন, তিনি জ্বরে কাতর। অবস্থা এতটাই খারাপ যে, তাঁর গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না। আর সেই কারণেই ‘শকুন্তলম’-এর প্রচারে গরহাজির থাকতে হচ্ছে তাঁকে।

দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রথ প্রভুকে ‘শকুন্তলম’ ছবিতে দেখা যাবে শকুন্তলার চরিত্রে। কয়েকদিন আগে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির ফার্স্ট লুক শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছিল বন্য পরিবেশে ময়ূর, হরিণ, হাঁস ও আরও কিছু বন্যপ্রাণীর সঙ্গে বসে রয়েছেন তিনি।

ছবি পোস্ট করে সামান্থা লিখেছিলেন, ‘শকুন্তলম ছবির ফার্স্ট লুক। শকুন্তলমের শকুন্তলা’। অভিনেত্রীর পোস্ট করা সেই ছবিতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসায় ভরিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। দক্ষিণের আর এক জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল কমেন্টে লিখেছেন, ‘স্বর্গীয়ও বটে।’ অ্যামি জ্যাকসন কমেন্টে লিখেছেন, ‘খুব সুন্দর। স্বপ্নের রাজকন্যা।’ বহু তারকাদের কাছ থেকে প্রশংসা পেয়েছিলেন সামান্থা ।

শকুন্তলম’ ছবিটি পরিচালনা করছেন পরিচালক গুণশেখর। এই ছবিটি প্রযোজনা করছেন নীলিমা গুণা এবং দিল রাজু। এই ছবিতে শকুন্তলা রূপে সামান্থা ছাড়াও দুঃষ্মন্তের চরিত্রে দেখা যাবে দেব মোহনকে। কালীদাসের জনপ্রিয় কাব্য শকুন্তলার উপর নির্ভর করেই এই ছবি তৈরি হচ্ছে।

কিছুদিন আগে, মালয়ালম অভিনেতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? সেকথাই শেয়ার করেছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে  মালয়ালম অভিনেতাদের সঙ্গে কাজ করা অভিনয়স্কুলে যাওয়ার মত।

Leave A Reply

Your email address will not be published.