The news is by your side.

জোরাওয়ার এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি:  কুশা কপিলা

0 145

বলিউডে প্রবেশ করেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলা। বর্তমানে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররাও তারকাদের থেকে কোনো অংশে কম নন। তেমনই একজন হলেন কুশা কপিলা। তার সোশ্যাল মিডিয়ায় ভক্তসংখ্যা কয়েক মিলিয়ন।

অভিনেত্রী ইনফ্লুয়েন্সার কুশা স্বামী জোরওয়ার সিং আহলুওয়ালিয়ার থেকে বিচ্ছেদের ঘোষণা করেছেন। যৌথ সিদ্ধান্তে ইনস্টাগ্রামে বিচ্ছেদের ঘোষণা করলেন দম্পতি। পোস্টে অভিনেত্রী লেখেন, বিচ্ছেদের সিদ্ধান্তটি তারা পারস্পরিকভাবে নিয়েছেন। খ্যাতি অর্জন করেছিলেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে।

এখন বলিউডের একজন অভিনেত্রী। এদিন তিনি আরো জানান, তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেও একসঙ্গে পোষা কুকুর মায়ার যত্ন নেবেন। একটি দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্টে কুশা কপিলা লিখেছেন, ‘জোরাওয়ার এবং আমি পারস্পরিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি কোনোভাবেই সহজ সিদ্ধান্ত ছিল না।

তবে আমরা মনে করেছি, এটাই আমাদের জীবনে এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত। কিন্তু দুঃখের বিষয়, আমরা বর্তমানে নিজেদের জন্য যা খুঁজছি তা একসঙ্গে পাচ্ছি না।’

লিখেছেন, ‘একটি সম্পর্কের অবসান সত্যিই হৃদয়বিদারক। এটি আমাদের পরিবারের জন্য একটি কঠিন অগ্নিপরীক্ষা। সিদ্ধান্তটি নেওয়ার জন্য আমরা কিছুটা সময় নিয়েছিলাম।

কিন্তু এবার আলাদা হতেই হবে। এক দশকেরও বেশি সময় ধরে আমরা সম্পর্কে ছিলাম। এই সিদ্ধান্ত আমাদের জীবনের পরবর্তী পর্বে নিয়ে যেতে সাহায্য করবে। আমাদের বর্তমান ফোকাস হলো, একে অপরের প্রতি ভালোবাসা, তাই আমাদের অনেক শ্রদ্ধা এবং সমর্থনের দরকার।’

কুশা কপিলা ও জোরওয়ার সিং আহলুওয়ালিয়া কয়েক বছর সম্পর্ক করার পর ২০১৭ সালে বিয়ে করেন।

Leave A Reply

Your email address will not be published.