The news is by your side.

‘জোকার ২ র বাজেট ছাড়ালো দুই হাজার ৮৯৫ কোটি টাকা

0 180

 

সিনেমাপ্রেমীদের নিশ্চয়ই মনে আছে ২০১৯ সালের বহুল আলোচিত সিনেমা ‘জোকার’র কথা। ওয়াকিন ফিনিক্সের দুর্দান্ত অভিনয়ে ছবিটি বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছিল। বক্স অফিসে আয় করেছিল এক বিলিয়ন ডলারের বেশি। সেই সঙ্গে সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছিলেন ফিনিক্স।

সেই থেকে ‘জোকার ২’ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দর্শক। যেটার কাজ চলছে পুরোদমে। এর মধ্যেই ছবিটি নিয়ে পাওয়া গেলো বিস্ময়কর তথ্য। জানা গেছে, ছবিটি নির্মাণের ব্যয় ছাড়িয়ে গেছে ২০০ মিলিয়ন ডলার! যা বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ৮৯৫ কোটি টাকারও বেশি!

মার্কিন সাময়িকী ভ্যারাইটির এক প্রতিবেদন বলছে, ‘জোকার ২’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য ওয়াকিন ফিনিক্স ২০ মিলিয়ন ডলার পারিশ্রমিক নিচ্ছেন। অন্যদিকে ছবির আরেক গুরুত্বপূর্ণ চরিত্র ‘হার্লি কুইন’র ভূমিকায় অভিনয়ের জন্য লেডি গাগা পাচ্ছেন ১২ মিলিয়ন ডলার। এর বাইরে ছবির অন্যান্য শিল্পী-কুশলীর পারিশ্রমিক এবং প্রযুক্তিগত কাজেও বিপুল অর্থ ব্যয় হচ্ছে।

‘জোকার’ নির্মিত হয়েছিল ৬০ মিলিয়ন ডলার বাজেটে। সেই তুলনায় দ্বিতীয় কিস্তির ব্যয় বেড়েছে প্রায় সাড়ে তিন গুণ! বোঝাই যাচ্ছে, প্রযোজকরা টাকা ঢালতে কার্পণ্য করছেন না।

প্রথম কিস্তির মতো এই ছবিও নির্মাণ করছেন টড ফিলিপস। ডিসি কমিকসের অন্যতম চরিত্র জোকারকে ঘিরে এর গল্প এগিয়েছে। ছবিতে আরও থাকছেন জেজি বিটজ, স্টিভ কুগান, ব্রেন্ডন গ্লিসন প্রমুখ। আগামী ৪ অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.