The news is by your side.

জেলেনস্কি সেলসম্যান, ইউক্রেনকে অর্থ সহায়তা বন্ধ করবেন ট্রাম্প

0 63

 

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী নভেম্বরে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ইউক্রেনকে অর্থ সহায়তা বন্ধ করবেন।

ট্রাম্প বলেন, আমি মনে করি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হয়ত এখন পর্যন্ত বেঁচে থাকা যেকোনো রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বড় সেলসম্যান। তিনি যখনই আমাদের দেশে আসেন, তখনই ৬০ বিলিয়ন ডলার নিয়ে চলে যান।

ট্রাম্প বলেন, জেলেনস্কি যখন দেশে ফিরে যায় তখন আবার ঘোষণা করেন যে তার আরও ৬০ বিলিয়ন ডলার প্রয়োজন। আর এটি কখনই শেষ হয় না। আমি এটির মীমাংসা করব।

ট্রাম্প একাধিকবার ঘোষণা করেছিলেন, ফের হোয়াইট হাউসে ফিরে আসলে ইউক্রেনের সংঘাত বন্ধ করতে সক্ষম হবেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় নির্বাচিত হলে ‘২৪ ঘণ্টার মধ্যে’ যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

 

Leave A Reply

Your email address will not be published.