৪ জুলাই ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর শীর্ষ সম্মেলন। আর আসন্ন এই শীর্ষ সম্মেলনের অন্যতম প্রধান এজেন্ডা হচ্ছে ইরানকে পূর্ণ সদস্যপদ প্রদান করা।
ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এসসিওবিষয়ক প্রতিনিধি বাখতিয়ের খাকিমভ শনিবার এ কথা জানিয়েছেন।
খবরে বলা হয়েছে, সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের অবকাশে সাংবাদিকদের এ তথ্য জানান রুশ মুখপাত্র। আগামী ৪ জুলাই নয়াদিল্লিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে এসসিওর শীর্ষ সম্মেলন।
খাকিমভ বলেন, ইরানকে পূর্ণ সদস্যপদ প্রদান হবে আসন্ন শীর্ষ সম্মেলনের অন্যতম প্রধান কর্মসূচি। ইরান এরই মধ্যে এসসিওর সদস্যপদ লাভের বাধ্যবাধকতাগুলো পূর্ণ করতে পেরেছে এবং সে কারণেই দেশটিকে নয়াদিল্লি শীর্ষ সম্মেলনে সাংহাই সহযোগিতা সংস্থা পরিবারে অন্তর্ভুক্ত করা হবে।
বর্তমানে এসসিওর পূর্ণ সদস্য দেশ আটটি। দেশুগুলো হলো— রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। পাশাপাশি সংস্থাটির চারটি পর্যবেক্ষক দেশ রয়েছে। সে দেশগুলো হলো— আফগানিস্তান, বেলারুশ, ইরান ও মঙ্গোলিয়া।
তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল ও শ্রীলংকা এই সংস্থাটির ডায়ালগ পার্টনার হিসেবে রয়েছে।