The news is by your side.

জুটি বাঁধছেন রাজ-ইধিকা

0 207

কয়েক মাস আগেই গুঞ্জন উঠেছিল ঢালিউড অভিনেতা শরিফুল রাজ ও প্রিয়তমা খ্যাত কলকাতার অভিনেত্রী ইধিকা পাল এক সঙ্গে জুটি বেঁধে সিনেমায় কাজ করবেন। অবশেষে রাজ-ইধিকার সেই গুঞ্জনই সত্যি হতে চলেছে।

সংবাদমাধ্যম অনুযায়ী, বাংলাদেশি সিনেমা ‘কবি’—তে রাজের সঙ্গে অভিনয় করবেন ইধিকা পাল। হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে কলকাতাতেই।

এসম্পর্কে ইধিকা বলেন, নতুন টিমের সঙ্গে কাজ করতে যাচ্ছি। নতুন অভিজ্ঞতা হবে। আর কাজটি নিয়ে আমি ভীষণ আনন্দিত। মন দিয়ে করার চেষ্টা করব। আশা করছি আগে মানুষ আমায় যেভাবে ভালোবাসা দিয়েছে, ভবিষ্যতেও তেমন ভালোবাসা দেবে।

মূলত অ্যাকশন আর প্রেমে মোড়কে আবর্তিত হয়েছে সিনেমাটির গল্প। সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছে শহর কলকাতা। সিনেমায় রাজ-ইধিকা ছাড়া আরও দেখা যাবে ঢাকার মিশা সওদাগর, খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ একাধিক অভিনেতাকে।

Leave A Reply

Your email address will not be published.