হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বাড়ি ফিরেছেন। ফেরার পথে সাংবাদিকদের বললেন, ‘আমি ভালো আছি। জীবন ফিরে পেলাম। সবাইকে ধন্যবাদ।’
ছুটি হয়েছিল বুধবারই। কিন্তু সৌরভ নিজেই আরও এক দিন হাসপাতালে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী বন্দোবস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষও। সেই মতোই আজ বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ। নস্যি রঙের জ্যাকেট ও মুখে মাস্ক পরে হাসপাতালের সামনে দাঁড়িয়ে সৌরভ বলেন, ‘‘এখানকার চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মীরা যে ভাবে আমার সেবাযত্ন ও চিকিৎসা করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ।’’
সৌরভ ছাড়পত্র পাচ্ছেন জেনে ভক্তরা হাসপাতালের সামনে ভিড় জমায়। এছাড়া তার নিজ বাড়ির সামনেও তৈরি হয় জনসমাগম। তাদেরকে ধন্যবাদ জানান পশ্চিবমঙ্গের মহারাজ খ্যাত সৌরভ গাঙ্গুলি। এছাড়া হাসপাতাল ছাড়ার সময় সৌরভ ধন্যবাদ জানান চিকিৎসক ও নার্সদের।
সৌরভ গাঙ্গুলি বাড়ি ফেরার পর উডল্যান্ডস হাসপাতালের সিইও রূপালি বসু বলেন, ‘সৌরভ সুস্থ হয়ে ওঠায় আমরা ভীষণ খুশি।’ ক্রীড়া এই প্রসাশকের শারীরিক অবস্থা নিয়ে রূপালি জানান, তার বাকি যে দুটো ব্লকেজ রয়েছে তা গুরুতর নয়। যেকোন সময় চিকিৎসা করিয়ে নিলেই হবে।’