অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি ও তার ছেলে পদ্ম। তিনি সুস্থ হয়ে উঠলেও ছেলে পদ্মর অবস্থান উন্নতি হয়নি। তাই ছেলে নিয়ে কলকাতায় গেছেন পরীমনি।
বুধবার রাতে কলকাতায় পৌঁছান পরীমনি। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন, যা ঘিরে চিন্তার ভাঁজ পড়েছে তার ভক্তদের কপালে।
পোস্টে অভিনেত্রী লেখেন, ‘জীবনে আগে কখনো এতটা অসহায় অনুভব করিনি। আল্লাহ সহায়।’
তার এমন পোস্টে ভক্তদের আর বুঝতে বাকি নেই, প্রিয় নায়িকা সত্যিই বড় বিপদে আছেন। পোস্টে অনেকেই কমেন্ট করে দোয়া করেছেন।
গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় পরীমনি ও তার ছেলে পদ্মর কয়েকটি ছবি পোস্ট করে দীর্ঘ এক পোস্ট দেন নির্মাতা চয়নিকা চৌধুরী। পোস্টে তিনি লেখেন— ‘হাসপাতালে টানা সাত দিন থাকার পর ছেলের চিকিৎসার জন্য কলকাতার পথে পরীমনি। পদ্ম খুবই অসুস্থ। তার ২টা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্তু কিছুই করার নেই। আপনারা সবাই পদ্ম ও পরীর জন্য দোয়া করবেন। যেন আমাদের আদরের সন্তানটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল।’
তিনি আরও লেখেন, ‘ইন্ডিয়ান ভিসা থাকলে সত্যি তোমার আর পদ্মর পথের সঙ্গী হতাম, আমাকে বলতে হতো না। তুমি তা জানো। আমি জানি, আমি সঙ্গে গেলে তোমার অনেক রিলিফ লাগত। তোমাকেও এভাবে ছেড়ে দিতে আমার ভালো লাগেনি। অনেক কান্না পাচ্ছে তোমাদের এয়ারপোর্টে বিদায় দেওয়ার সময়।’