The news is by your side.

জীবনের শেষ ছবি হবে খুবই গুরুত্বপূর্ণ: শাহরুখ

0 197

 

গত বছর ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পাঠান’। বছরের প্রথম ছবিই সুপারহিট। ভারত-সহ দুনিয়া জুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি।

‘পাঠান’-জ্বর কাটতে না কাটতেই ‘জওয়ান’-এ মজেছিলেন অনুরাগীরা। সেপ্টেম্বরে ‘জওয়ান’-ঝড়ের পরে বছরের শেষে বড়দিনের মরসুমে ‘ডাঙ্কি’র আবির্ভাব। একই বছরে পর পর তিনট হিট।

নতুন বছরে কী পরিকল্পনা? এ বছর কি একটাও ছবি মুক্তি পাবে না শাহরুখের? না কি হিটের হ্যাটট্রিক করেই নেবেন অবসর!

দুবাইতে ওয়ার্ল্ড গভার্নমেন্টস সামিটে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন শাহরুখ। সেখানেই তাঁর ফিল্মি কেরিয়ারের চড়াই-উতরাই।

জীবন দর্শন সব কটি দিকই প্রায় ছুঁয়ে গেলেন। গত বছরের তাঁর হিটের হ্যাটট্রিকের পর এ বার কি পাকাপাকি অবসর নেবেন তিনি! কারণ, নতুন বছরে এখনও তাঁর কোনও ছবির কথা শোনা যায়নি।

জানান এখনও ৩০ বছর হেসে খেলে অভিনয় করবেন তিনি। তবে শাহরুখ জানিয়েছেন, শেষ যে ছবিটি করবেন, সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ ছবি হবে তাঁর জীবনের। এই ছবির জন্য তিনি দর্শকদের কাছে অনুরোধ করবেন উর্দু ও অ্যারাবিক শেখার। তিনি চান তাঁর শেষ ছবি যাতে সারা বিশ্বের দর্শক দেখতে পান।

Leave A Reply

Your email address will not be published.