The news is by your side.

জীবনের গল্প শোনাবেন মিথিলা

0 222

অভিনয় ও চাকরির পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন তারকা অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ‘টেডএক্স ডিপিএস এসটিএস স্কুল’ শীর্ষক আয়োজনে এবার জীবনের গল্প শোনাবেন এই অভিনেত্রী। এতে জীবনের চড়াই-উতরাইসহ বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি।

একই অনুষ্ঠানে মিথিলার সঙ্গে থাকবেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। মিথিলার মতো তিনিও শোনাবেন নিজের জীবনের গল্প। আজ শনিবার উত্তরার ডিপিএস এসটিএস স্কুল ক্যাম্পাসে  হবে এ অনুষ্ঠান।

‘আনকভারিং আনসারটেইনটিজ’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজক ডিপিএস এসটিএস (দিল্লি পাবলিক) স্কুল ঢাকা।

এ আয়োজনে নিজেদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নেবেন প্রতিষ্ঠিত ব্যক্তিরা। অনুষ্ঠানটির তৃতীয় আসর এটি। ২০২১ সাল  থেকে এর আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে মিথিলা-অর্ণব ছাড়াও থাকবেন অভিনেতা সুমন পাটোয়ারী, উপস্থাপক রাফসান শাবাব খান, ইনফ্লুয়েন্সার রাবা খান ও কনটেন্ট ক্রিয়েটর মাসুদা খান।

Leave A Reply

Your email address will not be published.