The news is by your side.

জি-৭ সম্মেলন: মোদীর কাঁধে হাত রাখলেন বাইডেন

0 245

 

জার্মানিতে জি-৭ সম্মেলনে যোগ দিতে যাওয়া রাষ্ট্রপ্রধানেরা তখন মিউনিখে এলমাউ ক্যাসলে গ্রুপ ফোটো তোলার জন্য তৈরি হচ্ছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পাশে এসে দাঁড়ান মোদী। ট্রুডোর বাড়ানো হাত ধরলেন প্রধানমন্ত্রী। ঠিক সেই সময়ই পিছন থেকে মোদীর কাঁধে হাত রাখলেন আমেরিকার প্রেসিডেন্ট। ঘুরে দাঁড়িয়ে বাইডেনের সঙ্গে করমর্দন করলেন মোদী। হাসতে হাসতে কথা বললেন কিছু ক্ষণ।

কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ বাইডেনের এই সৌজন্যকে ইতিবাচক বলে মনে করছেন। মে মাসে কোয়াড বৈঠকে মোদী ও বাইডেনের সাক্ষাৎ হয়েছিল। দুই রাষ্ট্রনেতা ঠিক করেছিলেন, ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও প্রসারিত করতে উভয় দেশ আলোচনা চালিয়ে যাবে। জাপানে ওই কোয়াড বৈঠকের পরে এই প্রথম দেখা হল মোদী ও বাইডেনের।

আগামী মাসে ‘আইটুইউটু’ সম্মেলেন ফের ভিডিয়ো কথা হবে এই দুই রাষ্ট্রনেতার। ওই সম্মেলনে ভারত, আমেরিকা ছাড়াও যোগ দেবেন ইজ়রায়েল এবং সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপ্রধানেরা।

জি-৭ সম্মেলনে অন্য পাঁচ রাষ্ট্রের সঙ্গে ভারতকেও আমন্ত্রণ জানানো হয়েছে। গ্রুপ ফোটো তোলার পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর সঙ্গেও খোশমেজাজে গল্প করতে দেখা গিয়েছে মোদীকে। প্রধানমন্ত্রীর কাঁধে হাত রেখে কথা বলতে বলতে ফরাসি প্রেসিডেন্ট প্রবেশ করেন ভবনের ভিতরে। জি-৭ সম্মেলনের ফাঁকে বেশ কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকর করেন মোদী।

Leave A Reply

Your email address will not be published.