The news is by your side.

জি২০ সম্মেলনে জেলেনস্কিকে আমন্ত্রণ জানাবে না ভারত

0 111

 

ইউক্রেনের অনুরোধ সত্ত্বেও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আগামী সেপ্টেম্বরের অনুষ্ঠেয় জি২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানাবে না ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী শুক্রবার এই ইঙ্গিত দিয়েছেন।

ইউক্রেনের উপপররাষ্ট্র মন্ত্রী এমিন জাপারোভা দিল্লি সফরে এসে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ করেছিলেন, সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য জি২০ শীর্ষ সম্মেলনে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হোক।

অরিন্দম বলেছেন, জি২০-তে কারা আমন্ত্রিত, তা এর আগেই নির্ধারিত হয়ে গেছে। সেই তালিকায় নতুন নাম যুক্ত হওয়ার সম্ভাবনা নেই।

এ শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্য সদস্য রাষ্ট্রের প্রধানদের পাশাপাশি ভারতে আসার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

স্বাভাবিক ভাবেই, এই আসরে ইউক্রেনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানালে সম্মেলন কার্যত ভেস্তে যেতে পারে। আয়োজক এবং সভাপতি রাষ্ট্র হিসাবে ভারত কখনওই তা চাইবে না বলে কূটনৈতিক শিবির মনে করছে।

Leave A Reply

Your email address will not be published.