The news is by your side.

জিম্মি ফিরিয়ে নিতে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে ইসরাইলকে : হামাস

0 103

ইসরাইল যদি তাদের কোনো জিম্মিকে ফিরিয়ে নিতে চায় তা হলে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে অন্য কোনো শর্ত মানা হবে না। এমনকি যুক্তরাষ্ট্রের চাপেও কোনো কাজ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস।

বুধবার হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি এ হুঁশিয়ারি দিয়েছেন। খবর রয়টার্সের।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য আমাদের কাছে নেই।

বুধবার (২৪ এপ্রিল) হার্স গোল্ডবার্গ-পোলিন নামের এক ইসরাইলি-আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করে হামাস। এর পর জিম্মিদের ছেড়ে দিতে হামাসের ওপর চাপ প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ১৮ দেশের সঙ্গে একটি যৌথ বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর বাইডেনের এমন বিবৃতির পরই হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য তাদের কাছে নেই।

গত ৭ অক্টোবর ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ শুরু হয়। ছয় মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ৩৪ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ মানুষ।

৭ অক্টোবর যুদ্ধ শুরুর দিন ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে গাজায় ধরে নিয়ে আসে হামাস। এর মধ্যে ১০৫ জনকে গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহের দিকে হওয়া এক সপ্তাহের যুদ্ধবিরতির সময় ছেড়ে দিয়েছে তারা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.