জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। সিরিজ জিতে নিয়েছেন নাজমুল শান্তরা।
ঢাকা পর্বে ১০ ও ১২ মে পরের দুই ম্যাচ মাঠে গড়াবে। ওই দুই ম্যাচের দলে ফেরানো হয়েছে সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানকে। সাকিব যুক্তরাষ্ট্র থেকে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটের ফিটনেসে ফিরতে ডিপিএল খেলেছেন। সৌম্য সরকার ইনজুরিতে ছিলেন। আর আইপিএল থেকে ফেরা মুস্তাফিজকে পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটি দেওয়া হয়েছিল।
শেষ দুই ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন, টপ অর্ডারের তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমনকে। বিশ্রাম দেওয়া হয়েছে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে। ইমন এর আগেও দু’বার টি-২০ দলে ডাক পেলেও ম্যাচ খেলা হয়নি তার।
জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচের দল: নাজমুল শান্ত, লিটন দাস, তানজিদ তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও সাইফউদ্দিন।