The news is by your side.

জিজি হাদিদকে কোলে তুলে নেন বরুণ, গালে চুমু খান!

0 154

ভারতের আম্বানি পরিবারের সাথে তারকাদের উঠাবসা যেন একপ্রকার নিত্যদিনের ব্যাপার। তবে এবার হলিউড তারকারাও ভিড় জমালের আম্বানির চৌকাঠে। আম্বানি পরিবারের সাংস্কৃতিক মঞ্চের গ্র্যান্ড উদ্বোধনের দ্বিতীয় দিন মেলা বসলো তারকাদের।

বলিউডের পাশাপাশি এদিন দেখা মিলল একঝাঁক হলিউড তারকাদেরও। টম হল্যান্ড, জেন্দায়া, জিজি হাদিদরা পৌঁছেছিলেন আম্বানিদের ইভেন্টে আলোর ঝলকানি বাড়াতে। ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের’ উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে এক কথায় সাজসাজ রব ছিল মায়ানগরীতে।

মঞ্চে পারফর্ম করেছেন বাদশা থেকে শুরু করে রণবীর সিং, বরুণ ধাওয়ানরা। নাচে-গানে জমে উঠেছিল অনুষ্ঠান। আম্বানিদের অনুষ্ঠানের একাধিক ভিডিও সামনে এসেছে, যার মধ্যে অভিনেতা বরুণ ধাওয়ানের একটি ভিডিও রীতিমতো হইচই ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বলিউড স্টাইল নাচে অতিথিদের মুগ্ধ করলেন বরুণ। নাচের মাঝেই তিনি মঞ্চে আমন্ত্রণ জানান মার্কিন সুপারমডেল জিজি হাদিদকে। সাদা-সোনালি শাড়িতে এদিন একদম দেশি গার্লের লুকে পাওয়া গেল জিজিকে। মঞ্চে উঠা মাত্রই জিজি হাদিদকে কোলে তুলে নেন বরুণ, এরপর তার গালে চুমুও খান! সেই সময় দর্শকদের আসনে উপস্থিত ছিলেন বরুণের স্ত্রী নাতাশা দালাল। ভিডিওতে জিজিকে যথেষ্ট অপ্রস্তুত দেখিয়েছে। সেই মুহূর্তের পর সঙ্গে সঙ্গেই মঞ্চ থেকে নেমে যান জিজি হাদিদ।

এই ভিডিও ভাইরাল হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রোষের মুখে পড়েন বরুণ। তাকে নিয়ে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। অনেকেই বরুণের এই আচরণকে অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘বিনা অনুমতিতে কেউ কাউকে চুমু দিতে পারেন কিভাবে?’ অপর একজন লিখেছেন, ‘এরপর অদূর ভবিষ্যতে জিজি আর ভারতে আসবে না, এটা নিশ্চিত’।

 

Leave A Reply

Your email address will not be published.