The news is by your side.

জায়েদ খানের শিল্পী সমিতির সদস্যপদ ফিরিয়ে দেবেন ডিপজল

0 224

চিত্রনায়ক জায়েদ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরিয়ে দিবেন বলে জানিয়েছেন সংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। শুধু জায়েদ খান নয়, সমিতি থেকে বাদ পড়া সবার সদস্যপদ ফিরিয়ে দিবেন তিনি।

সম্প্রতি এক প্রশ্নের জবাবে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।

তিনি বলেন, সমিতি থেকে যাদের সদস্যপদ বাতিল করা হয়েছে, তাদের একজনকেও বাদ দেওয়া হবে না। বরং সবাইকে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি আরও নতুন সদস্য নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‌‘ঠিক কী কারণে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে—তা আমার জানা নেই। তবে বাদ দেওয়াটা মনে হয়—বেআইনি হয়েছে। সে আর্টিস্ট। বিষয়টি নিয়ে আমরা সভায় কথা বলবো।’

এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির বিদায়ী কমিটি গত ২ মার্চ জায়েদ খানের সদস্যপদ বাতিল করে।

Leave A Reply

Your email address will not be published.