The news is by your side.

জাহ্নবীর বাহুমূলে  ভালবাসার চিহ্ন!  কার প্রেমে পড়েছেন জাহ্নবী?

0 179

কালো রঙের পোশাক পরে ক্যামেরার সামনে মোহময়ী অবতারে বলিপাড়ার হাল আমলের জনপ্রিয় তারকা জাহ্নবী কপূর। সামনেই মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘মিলি’। তার আগে লাস্যময়ী অবতারে ভক্তকুলে রীতিমতো ঝড় তুললেন শ্রীদেবী-তনয়া।

যে কালো রঙের পোশাক পরে ক্যামেরার সামনে নানা ভঙ্গিমায় ছবি তুলেছেন জাহ্নবী, সেটির দাম নাকি সাত হাজার টাকা। তবে নায়িকার মোহময়ী অবতারে মজলেও ভক্তদের চোখে পড়েছে আস্ত একটা জিনিস। কারও কারও মনে হয়েছে জাহ্নবীর বাহুমূলের কাছে নাকি ‘লভ বাইট’ দেখা গিয়েছে!

নায়িকার শরীরে কে দিলেন এই ভালবাসার চিহ্ন? এই প্রশ্নই তাড়া করছে নায়িকার ভক্তদের মধ্যে। এই জল্পনাও ছড়িয়েছে সমাজমাধ্যমে।

প্রসঙ্গত, ‘ধড়ক’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন শ্রীদেবী ও বনি কপূরের কন্যা। ওই ছবিতে জাহ্নবীর বিপরীতে ছিলেন অভিনেতা ঈশান খট্টর। জাহ্নবীর সঙ্গে ঈশানের প্রেম নিয়ে জোর চর্চা চলেছিল সে সময়। যদিও পরে শোনা যায়, সেই প্রেম নাকি অচিরেই ভেঙে গিয়েছে।

এর পর অক্ষত রাজন নামে এক যুবকের সঙ্গে জাহ্নবীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল বলিপাড়ায়। তবে সেই সম্পর্কও নাকি হোঁচট খেয়েছে। বর্তমানে ওরহান আওত্রামনি নামে এক সমাজকর্মীর সঙ্গে নাকি প্রেমের জোয়ারে গা ভাসিয়েছেন জাহ্নবী। দু’জনকে প্রায়শই এক সঙ্গে দেখা যায়। তবে এ ব্যাপারে দু’জনেরই মুখে কুলুপ।

এ সব গুঞ্জনে আপাতত কান দিতে নারাজ নায়িকা। ৪ নভেম্বর মুক্তি পাবে জাহ্নবীর ছবি ‘মিলি’।

Leave A Reply

Your email address will not be published.