The news is by your side.

জাহ্নবি-শিখর, প্রেম-বিচ্ছেদ, আবার প্রেম!

0 128

 

প্রেম-বিচ্ছেদ, আবার প্রেম!—এমন খবরেই এখন আলোচনায় বলিউড অভিনেত্রী জাহ্নবি কাপুর। একটা সময় বলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যেত শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জাহ্নবি।

মাঝে বিচ্ছেদের খবরে শিরোনামে এসেছিলেন তারা। যদিও এরপর একাধিকবার তাদের একসঙ্গে দেখা গিয়েছে। তাতে অনেকেই মনে করছেন, মুখে স্বীকার না করলেও সম্পর্কে জড়িয়ে আছেন জাহ্নবি-শিখর।

আম্বানি পরিবারের অনুষ্ঠানে তাদের সম্পর্কের গুঞ্জনকে আরও একটু উসকে দিলেন খোদ চর্চিত তারকা কাপল। অনুষ্ঠানে সকলের নজর এড়িয়ে বেরিয়ে আসেন জাহ্নবি-শিখর। তবে সেখানে উপস্থিত ছবি শিকারিদের হাত থেকে মোটেই রেহাই পাননি তারা।

শুধু এই অনুষ্ঠান নয়, গতকাল তাদের আবারও তিরুমালার তিরুপতি মন্দিরে একসঙ্গে দেখা গেছে। ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে, শিখরের জন্মদিন উপলক্ষে তিরুপতি মন্দিরে গিয়েছেন তারা।

নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে শিখরকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন জাহ্নবি। এমন সব খবরে কারও বুঝতে বাকি নেই যে, আবারও নিজেদের কাছাকাছি চলে এসেছেন জাহ্নবি-শিখর।

Leave A Reply

Your email address will not be published.