জার্মানির সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেলেন দেশটির সাবেক চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল। ক্ষমতা থেকে সরে যাওয়ার প্রায় ১৬ মাস পর এই সম্মাননা পেলেন তিনি।
সোমবার বার্লিনে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ারের সরকারি বাসভবন বেলভিউ প্রাসাদে ‘গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অব মেরিট’ নামের এই পুরস্কারে ভূষিত করা হয়।
পুরস্কার দেওয়ার অনুষ্ঠানে জার্মানির প্রেসিডেন্ট স্টেইনমায়ার সাবেক চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, “তিনি (আঙ্গেলা মের্কেল) একজন অতুলনীয় রাজনীতিবিদ, যিনি অনেক সংকটের মধ্য দিয়ে জার্মানিকে সফলভাবে পরিচালনা করেছিলেন। ১৬ বছর ক্ষমতায় থাকাকালে আপনি অভূতপূর্ব চ্যালেঞ্জের মধ্যে আমাদের দেশকে অর্থনৈতিক সাফল্যে সহায়তা করেছেন।”
প্রেসিডেন্ট স্টেইনমায়ার আরও বলেন, দীর্ঘ সময় ধরে আঙ্গেলা মের্কেল জার্মানির সেবা করেছেন, প্রজ্ঞা, আবেগ ও উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে জার্মানির গণতন্ত্রের এবং জনগণের মঙ্গলের জন্য তিনি কাজ করেছেন। তিনি অক্লান্তভাবে এবং কখনও কখনও শেষ শারীরিক শক্তি দিয়ে দেশের জন্য কাজ করে গেছেন। আঙ্গেলা মের্কেল এ পুরস্কারের জন্য স্টেইনমায়ারকেও ধন্যবাদ জানান।