The news is by your side.

জার্মানিতে পরমাণু যুগের অবসান

0 134

জার্মানিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শনিবার থেকে চলবে না। বিদ্যুতের গ্রিড থেকে বিচ্ছিন্ন করে এই পথ নিল বিশ্বের অন্যতম শক্তিশালী দ়েশটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, জার্মানিতে পরমাণু যুগের অবসান।

ছয়মাস আগে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে আসার কথা ছিল জার্মানির।কিন্তু রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে এই পদক্ষেপ নিতে কিছুটা দেরি হয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে মস্কো থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর জার্মানিতে জ্বালানি সংকটের আশঙ্কা বেড়েছিল। এই পরিস্থিতিতে জার্মানির দ্রুত বিকল্প উৎসের ব্যবস্থা করে। আর পারমানবিক বিদ্যুতের নির্ভরতা করতে হবে না।

জার্মানিতে ১৯৬৭ সালে প্রথম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু হয়। এবার দেশটির জ্বালানি প্রস্তুতকারক সংস্থাগুলি কোম্পানিগুলো দ্রুতগতিতে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র্র গড়ে তোলার পথে। ডাক দিয়েছে। হাইড্রোজেন দিয়েও বিদ্যুৎ কেন্দ্র চালানো সম্ভব হতে পারে।

 

 

Leave A Reply

Your email address will not be published.