বিনোদন ডেস্ক
নান্দনিক অভিনয়, অসাধারণ শারীরিক ভাষা, নজরকাড়া চাহনি, আবেদনময়ী ফিগার ; সবকিছু মিলিয়ে ইতোমধ্যে পশ্চিমবাংলায় এবং বাংলাদেশি দর্শকদের কাছে মিমি চক্রবর্তী পরিচিত নাম।
অনেকেরই ফেভারিট নায়িকা।
অভিনয়ের পাশাপাশি সফল হয়েছেন রাজনীতিতে।
মমতার হাত ধরে নির্বাচিত হয়েছেন লোকসভার সদস্য।
ব্যাক্তিগত জীবনে এখনো পর্যন্ত মিমি চক্রবর্তী সিঙ্গেল। তবে এসব নিয়ে তার এতোটুকু চিন্তা-ভাবনা নেই।
নজর নেই বয়সের দিকে। সংসদ সদস্য কিংবা নায়িকা কোন পরিচয় মিমির কাছে মূখ্য নয়।
নিজেকে একজন অভিনয়শিল্পী মনে করেন তিনি।
বাংলা জয় করে এবার মিমি পা রাখলেন বলিউডে।
জনপ্রিয় একটি হিন্দি ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন এ বাঙালি কন্যা।