ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় করা মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস-কে জামিন দিয়েছেন আদালত।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর সোমবার বিকেল ৩টার দিকে উভয় পক্ষের শুনানি শেষে শামসের জামিন মঞ্জুর করেন।
প্রথম আলোর আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করা হয়েছে। পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত জামিনে থাকবেন শামসুজ্জামান শামস।
আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক) গত বুধবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। এতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়।
মামলাটি দায়েরের প্রায় ২০ ঘণ্টা আগে সাংবাদিক শামসুজ্জামানকে তার সাভারের বাসা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচয় দিয়ে তুলে আনা হয়। বৃহস্পতিবার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
গতকাল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।