The news is by your side.

জামিন পেলেন টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার হওয়া বুয়েট শিক্ষার্থীরা

0 141

 

সরকারের বিরুদ্ধে ‘গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কায়’ ঢাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আসা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩১ জন শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪ জনের জামিন মঞ্জুর করেছে আদালত।

তাদের মধ্যে ৩২ জনের পাঁচ হাজার টাকা বন্ডের মাধ্যমে জামিন মঞ্জুর করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের আদালত। অপর দুইজন শিশু হওয়ায় তাদের শিশু আদালতে জামিনের আবেদন করা হবে।

এর আগে রোববার টাঙ্গুয়ার হাওরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সোমবার বিকেলে পুলিশ আদালতে সোপর্দ করলে ৩৪ জনকেই কারাগারে পাঠান আদালত।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বুয়েটের বর্তমান শিক্ষার্থী রয়েছেন ২৪ জন। সাতজন সাবেক শিক্ষার্থী।

Leave A Reply

Your email address will not be published.