The news is by your side.

জামায়াতের আর কোনো অস্তিত্ব নেই:  তানিয়া আমীর

0 128

 

‘‌জামায়াতের আর কোনো অস্তিত্ব নেই’ বলে মন্তব্য করে ব্যারিস্টার তানিয়া আমীর বলেন, নিবন্ধন বাতিলে রায়ের বিরুদ্ধে জামায়াতের আপিল খারিজ হয়ে গেছে। তাই জামায়াত আজ থেকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। কোনো মিছিল মিটিং করতে পারবে না।

রোববার  সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পর সাংবাদিকদের এসব কথা বলেন রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর।

তিনি বলেন, ‘এখন যদি জামায়াত কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে আমরা আদালত অবমাননার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাবো।’

আজ রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ জামায়াতের আপিল খারিজ করে দেন। আইনের ভাষায় এটাকে বলে ‘ডিসমিস ফর ডিফল্ট’। ফলে জামায়াতের নিবন্ধন বাতিলে উচ্চ আদালত যে রায় দিয়েছিলেন, তা বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী তানিয়া আমীর ও আহসানুল করীম।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমির উল ইসলাম। জামায়াতে ইসলামীর আইনজীবী এ জে মোহাম্মদ আলীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান।

Leave A Reply

Your email address will not be published.