বলিউড অভিনেত্রী, রাখি সাওয়ান্ত। নানা কর্মকাণ্ড দিয়ে বির্তকের সৃষ্টিই যেন তার কাজ। বলা যায়, বিতর্ক আর রাখি সাওয়ান্ত যেন একে অন্যের পরিপূরক।
কিছুদিন আগে বিতর্কিত পোশাক পরে ছপ্পন ছুরি গানের উদ্বোধনী অনুষ্ঠানে সমালোচনার জন্ম দেন বলিউডের এ ড্রামা কুইন। এবার টপলেস হয়ে পোস্ট করা এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায়, খাটে শুধুমাত্র একটি চাদর গায়ে জড়িয়ে শুয়ে রীতেশকে গান গেয়ে ডাকছেন রাখী। কখনও গাইছেন ‘চিঠি না কোই সন্দেশ’ কখনও ‘যব তুম চাহো’ আবার কখনও ‘দিল উসে দো জো জান দে দে’ গাইছেন। আর এই ভিডিও প্রকাশ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বয়ে যায়।
দর্শক ও সমালোচকদের প্রশ্ন কী করছেন রাখী? জবাবটি রাখী সাওয়ান্ত বেশ কড়াভাবেই দিয়েছেন। রাখীর জবাব- ‘এত বাড়াবাড়ি করার কি আছে? আমি জানি আমি কী করেছি! আমার কোনও সমস্যা নেই, আমার স্বামীরও নেই, আমার স্বীকার করতে দ্বিধা নেই যে জামাকাপড় পরলে আমার অ্যালার্জি হয়।
‘ তিনি আরও বলেন, ‘আমার শ্বশুর-শাশুড়ি যথেষ্ট প্রগতিশীল, তারাও আমার চলাফেরায় কোনও আপত্তি করেন না।’