The news is by your side.

জাপানের হিরোশিমায় জয়া আহসান

0 140

বিনোদন ডেস্ক

এই মুহূর্তে জাপানে রয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। তিনি কি জাপানে ঘুরতে গিয়েছেন, না কি কোনও ছবির শুটিংয়ে?

জাপান থেকে অভিনেত্রী বললেন, ‘‘শুটিং নয়, ঘুরতেই এসেছি। পরিবারের সঙ্গে এসেছি। আগে কখনও জাপানে আসিনি। দীর্ঘ দিন ধরেই এ রকম একটা ভ্রমণের পরিকল্পনা ছিল। সকলে মিলে পুরো দেশটা ঘুরে দেখছি, খুব মজা করছি।’’

এক দু’দিন নয়, প্রায় ২০ দিনের শিডিউল। ইতিমধ্যেই জাপানের একাধিক জায়গায় ঘুরে নিয়েছেন ‘বিসর্জন’ ছবির নায়িকা।

জয়া রয়েছেন হিরোশিমায়। সেখানকার বিখ্যাত হিরোশিমা পিস মিউজিয়ামের ছবিও তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

বললেন, ‘‘একদম টুরিস্টের মতো ঘুরে বেড়াচ্ছি। হোক্কাইডো, সাপোরো, টোকিয়ো ঘুরে নিয়েছি। তার পর কিয়োটো এবং ওসাকা। নতুন দেশ, নতুন অভিজ্ঞতা। খুব ভাল লাগছে।’’

পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত হিন্দি ছবি ‘কড়ক সিংহ’র শুটিং শেষ করেছেন জয়া। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন তিনি। এ ছাড়াও নতুন বাংলা ছবি নিয়েও আলোচনা চলছে বলে জানালেন অভিনেত্রী।

 

Leave A Reply

Your email address will not be published.