অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরও তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এর আগেও একাধিক মামলায় সু চির কারাদণ্ড হয়েছিল।
সু চির অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ান অধ্যাপক সিন টার্নেলকেও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের দায়ের করা মামলার তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সু চি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে জান্তা সরকার। বন্দি করা হয় সু চিসহ তার দলের শীর্ষ নেতাদের। অভ্যুত্থানের ৫ দিন পর অস্ট্রেলিয়ান অধ্যাপক সিন টার্নেলকেও গ্রেফতার করা হয়। ১৯ মাস ধরে তিনি মিয়ানমারে বন্দী। তার মুক্তি চেয়েছে অস্ট্রেলিয়া সরকার। মামলার রায়ও প্রত্যাখান করেছে অস্ট্রেলিয়া।