The news is by your side.

জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করছেন ডা. আনিকা ফারিহা জামান অর্ণা

0 269

 

রাজশাহী অফিস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত রানীনগর এলাকাস্থ সিটি হাসপাতালে সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।

সমাপনী দিনে মঙ্গলবার সিটি হাসপাতালে আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের মেডিকেল অফিসার, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

রাজশাহী সিটি কর্পোরেশর  (সিটি হাসপাতাল) এর আবাসিক চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বনি, মেডিকেল অফিসার   উম্মুল খায়ের ফাতিমা এ সময়  উপস্থিত ছিলেন।

১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিটি হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছিল। প্রতিদিন সকাল ৮টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়।

 

Leave A Reply

Your email address will not be published.