গাজীপুর প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের কারণে দেশের যে ক্ষতি হয়েছে তা মোকাবেলায় সরকার কৃষি খাতে বরাদ্দ দিচ্ছে এবং তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
তিনি শনিবার বিকেলে গাজীপুরের শ্রীপুর খ্রীস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ – এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ক্লাইমেট সেন্টারের ৫৭ একর জমির উপর গড়ে তোলা হয়েছে একটি জলবায়ু পার্ক, যেখানে বাংলাদেশের প্রধান বাস্তুতন্ত্রগুলোর প্রতিরূপ এবং প্রায় ১০০টি জলবায়ু অভিযোজন ও নবায়নযোগ্য শক্তির সমাধান ও প্রদর্শনী, সুবিধা সম্বলিত একটি লার্নিং সেন্টারের পাশাপাশি সেন্টারটিকে গবেষণাকেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বানও জানান মন্ত্রী।
উদ্বোধন অনুষ্ঠানে গাজীপুর -৩ আসনের সংসদ সদস্য ইকবল হোসেন সবুজ, সিসিডিবি কমিশনের চেয়ারম্যান ডেভিড এ. হালদার ও জলবায়ু বিশেষজ্ঞ ড. সালেমুল হক বক্তব্য রাখেন।