স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জরিমানা করা সরকারের মূল উদ্দেশ্য নয়। সড়কে চলাচলের ক্ষেত্রে আইন মেনে চললে জরিমানা করার কোনো প্রয়োজন হয় না।
শনিবার দুপুরে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় সবাইকে আইন মেনে সড়কে চলাচলের আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যারা যানবাহন চালান, যারা যানবাহনে চলাচল করেন, সড়ক ব্যবহার করেন। সবাই সড়ক আইনটি মেনে চলবেন।’
তিনি আরো বলেন, ‘সড়ক আইনে যে জরিমানা সেটি আদায় সরকারের মুখ্য উদ্দেশ্য নয়, জরিমানা যাতে দিতে না হয় সেই প্রচেষ্টা সকলে করেন। তাই অনুরোধ থাকবে সকলের প্রতি সবাই যেন আইন মেনে চলাচল করেন।’