The news is by your side.

জমিয়ে প্রেম করছেন হলিউড তারকা ব্রাড পিট ও ডিজাইনার ইনেস ডি র্যামন

0 122

গুঞ্জন চলছিল দুজনকে ঘিরে। একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন, ডেট করছেন। গুঞ্জনই সত্য হতে যাচ্ছে। নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনতে যাচ্ছেন হলিউড তারকা ব্রাড পিট ও জুয়েলারি ডিজাইনার ইনেস ডি র‌্যামন। শোনা যাচ্ছে, সংসার পাতার জন্য প্রস্তুত দুজন।

‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ তারকা তার নতুন প্রেমিকার কাছে নিজের অনুভূতি স্বীকার করেছেন এবং একসাথে তাদের ভবিষ্যতের দিকে মনোনিবেশ করেছেন।

দুজনের সাথে সংশ্লিষ্ট এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, ‘এই জুটি তাদের নতুন সম্পর্কের বিষয়ে পজিটিভ ইঙ্গিত দিয়েছে। তাদের রোম্যান্স শক্তিশালী হচ্ছে। তারা একে অপরকে সময় দিচ্ছেন এবং নিজেদের ভবিষ্যতের বিষয়ে তারা সিরিয়াস।’

সূত্রটি আরো জানায়, “তাদের সম্পর্ক এখনো মোটামুটি নতুন, কিন্তু তাদের বোঝাপড়া ভালো চলছে। তারা ইতিমধ্যে একে অপরকে ভালোবাসি’ বলেছেন। নতুন সংসার পাততেও প্রস্তুত দুজন। ব্যস্ত সময়সূচির মাঝেও পিট তার প্রেমিকাকে সময় দিচ্ছেন।’

পিট এবং জুয়েলারি ডিজাইনার ইনেস ডি র‌্যামন প্রথমবার ২০২২ সালের নভেম্বরে একসাথে হয়েছিলেন। লস অ্যাঞ্জেলেসে একটি বোনো কনসার্টে যোগ দিতে গিয়ে একে অপরের ঘনিষ্ঠ হন দুজন। তারপর এই জুটিকে পিটের ৫৯তম জন্মদিনে এবং মেক্সিকোতে তাদের নববর্ষের অনুষ্ঠানে যাওয়াসহ বেশ কয়েকটি আউটিংয়ে একসাথে দেখা গিয়েছিল। জমিয়ে নতুন প্রেম উপভোগ করছেন এই জুটি।

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.