The news is by your side.

জন্মদিনে মদ্যপ অবস্থায় তানজিন তিশা, কথা বলছেন অশ্লীল ভাষায়

0 183

ভিডিও ও ছবিতে দেখা যায় তানজিন তিশা আছেন কোনো এক লিফটের মধ্যে। নেটিজেনরা বলছেন, সেখানে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এমনটা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। ওই ভিডিওতে আরো দেখা যায়, তানজিন তিশা অশ্লীল ভাষায় কথা বলছেন আবার গানের তালে তালে নাচছেন।

সেই ভিডিও ও ছবিতে দেখা যায় তানজিন তিশা আছেন কোনো এক লিফটের মধ্যে। নেটিজেনরা বলছেন, সেখানে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এমনটা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। ওই ভিডিওতে আরো দেখা যায়, তানজিন তিশা অশ্লীল ভাষায় কথা বলছেন আবার গানের তালে তালে নাচছেন।

এই নিয়ে নেট দুনিয়ায় ঝড় বয়ে যায়। সেই ঝড় যে এখনো থামেনি তা তানজিন তিশার সোশ্যাল হ্যান্ডেল খেয়াল করলেই বোঝা যায়।

নিজের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী। আর সেই আয়োজনের একঝলক শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

আর এই ছবিতেই তীব্র আক্রমণ করে বসেছেন নেটিজেনদের একাংশ। অনেকেই শরীফুল রাজকে নিয়ে প্রশ্ন তুলেছেন ছবির মন্তব্য বাক্সে। শুধু তা-ই নয়, কেউ কেউ মাতাল বলেও কটাক্ষ করছেন। অবশ্য তিশার ভক্তরাও বসে নেই, তারাও পাল্টা আক্রমণে চেপে ধরছেন নেটিজেনদের।

সাদা শাড়ি ও হালকা সবুজ ব্লাউজের সঙ্গে গহনায় তানজিন তিশাকে যে মোহনীয় লাগছে সে কথাও বলতে ভোলেননি ভক্তরা।

Leave A Reply

Your email address will not be published.