The news is by your side.

জন্মদিনে ঊরফির খোলামেলা পোশাক

0 269

 

 

বরাবরই পোশাক নিয়ে অলোচনা সমালোচনায় থাকেন ঊরফি জাভেদ। খোলামেলা পোশাকে রীতিমতো নেটিজনদের বুদ করে রেখেছেন তিনি।

 

অনুরাগীদের সঙ্গে কেট কেটে জন্মদিন সেলিব্রেট করেন ঊরফি। ভাইরাল ভায়ানির তরফ ঊরফির জন্মদিনের ভিডিয়ো শেয়ার করা হয়। যেকানে পিচ রঙের পোশাক পরতে দেখা যায় ঊরফিকে।

ঊরফি যে পোশাক পরে জন্মদিনে সেলিব্রেট করেন, তা দেখে হাঁ হয়ে যান অনেকে। তবে নিজের পোশাক নিজে ডিজাইন করে ঊরফি যেভাবে নিজেকে সবার সামনে প্রকাশ করেছেন,তা দেখে প্রশংসা করেন অনেকে অভিনেত্রীর।

আবার কেউ কেউ তো মন্তব্য করে বসছেন এই তুলনায় আগের পোশাক গুলো ভালোই ছিল এ তো আরো ভয়ঙ্কর রুপে উরফি। পাশাপাশি ঊরফির পোশাক দেখে তাঁকে কটাক্ষও করেন বহু মানুষ।

Leave A Reply

Your email address will not be published.