The news is by your side.

জন্মদিনে অসহায় মানুষের পাশে সাকিব আল হাসান

সাকিব ক্যান্সার ফাউন্ডেশন উদ্বোধন

0 121

 

দলের দুঃসময়ে ব্যাট কিংবা বল হাতে টিম বাংলাদেশের হয়ে লড়ে যান পোস্টার বয় সাকিব আল হাসান।

নিজের ৩৬ তম জন্মদিনে অসহায় মানুষদের জন্য ক্যান্সার ফাউন্ডেশন গড়ে তুলে সেলিব্রেটি থেকে মানবিক সাকিব রূপে ধরা দিলেন বাংলাদেশ ক্রিকেটের এ জীবন্ত কিংবদন্তি।

২০২০ সালে বিশ্বব্যাপী হানা দেয় করোনা মহামারী। ঠিক সেই সময় নিজের নামে ‍‍`সাকিব আল হাসান ফাউন্ডেশন‍‍` খুলে দাঁড়িয়েছিলেন মানুষের পাশে। এবার আরও বড় এক উদ্যোগ নিলেন সাকিব।

বিশ্বজুড়ে ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা ব্যাপক। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। এই রোগের চিকিৎসা করতে খরচ হয় লাখ-লাখ কিংবা কোটি টাকাও। সে সব চিন্তা করেই সাকিব উদ্বোধন করলেন নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন। যেখানে উপস্থিত থেকে এর ওয়েব সাইটের উদ্বোধন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার বিকাল ৫ টায় রাজধানীর পাঁচ তারকা এক হোটেলে এই ফাউন্ডেশনের উদ্বোধন করেন পাপন।

উপস্থিত ছিলেন ক্রিকেটার নাইম ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, সাকিবের গুরু নাজমুল হাসান ফাহিম। আরেক কোচ সাররোয়ার ইমরার। বলে রাখা ভালো আজ ২৪ মার্চ সাকিবের ৩৬তম জন্মদিন। আর এই দিনটিকেই মহৎ একটি কাজের জন্য বেছে নিলেন সাকিব।

Leave A Reply

Your email address will not be published.